বুড়িচংয়ে উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার বিজয়
মো. জাকির হোসেনঃ ২৯ মার্চ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন গতকাল শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। কোন প্রকার অপ্রিতিক ঘটনা ছাড়াই সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়নের ১০ টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আবদুল করিম ২ হাজার ৬ ৫২ ভোট বেশি পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী লাভ করেছেন।
জানা যায়, জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা মাষ্টারের মৃত্যুজনিত কারণে ২৯ মার্চ বৃহস্পতিবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯৪১। এর মধ্যে ১৩ হাজার ১৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, ২৪১ ভোট বাতিল হয়। ইউনিয়নের ১০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন কালে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। এর মধ্যে আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল করিম (নৌকা) পেয়েছেনে ৭ হাজার ১৮৩ ভোট, আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মিজানুর রহমান লিটন (আনারস) ৪ হাজার ৫৩১ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন (ধানের শীষ) ১ হাজার ৩৭৮ ভোট, সতন্ত্র প্রাথী মোঃ মনির হোসেন (চষমা) ৫০ ভোট, সতন্ত্র প্রার্থী মোঃ কবির হোসেন চৌধূরী (অটোরিক্সা) ৫৩ ভোট পেয়েছেন। সন্ধ্যা ৬ টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক এ ফলাফল ঘোষনা করেন।