বুড়িচংয়ে মোবাইল টাওয়ারে ব্যাটারী চুরি কালে মাইক্রোবাসসহ আটক ৩
মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার শাহদৌলপুর এলাকায় গ্রামীন ফোন মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি কালে সোমবার রাতে দেবপুর ফাঁড়ী পুলিশ একটি মাইক্রোবাস সহ তিন চোরকে গ্রেফতার করেছে। এদিকে ফাড়ী পুলিশ পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, সোমবার রাতে পুলিশ ফাঁড়ীর এস আই মাঈন উদ্দিন, এ.এস.আই আল-আমিন, এ.এস.আই আনিস সঙ্গীয় ফোর্সসহ রাত্রী কালিন ডিউটি কালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর এলাকায় তার পৌনে ৩ টায় একটি কাল রংয়ের মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চ ১৯-২৭৮০) দেখতে পায়। মাইক্রোবাসটি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় পুলিশ গাড়ীটিকে আটক করে গাড়ীতে থাকা চালকসহ তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে। আটককৃতদের কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ পাশের গ্রামীন ফোনের টাওয়ারে গিয়ে রুমের তালা ভাঙ্গা দেখতে পায়। এসময় পুলিশ গ্রামীন ফোন অফিসে যোগাযোগ করলে গ্রামীন ফোন সকিউিরিটি সার্ভিসের কুমিল্লা জোনের এরিয়া পরিদর্শক সুলতান আহাম্মদ ঘটনাস্থলে এসে চুরির বিষটি নিশ্চিত করেন। পরে পুলিশ আটককৃত চোরদের ফাঁড়ীতে নিয়ে আসে। আটকৃতরা হলো গাড়ীর চালক খুলনা জেলার রুপসা উপজেলার দক্ষিন কাজদিয়া গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোঃ মিলন (২৭), নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার ঘারমড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ দ্বীন ইসলাম (৩৪), বাগেরহাট জেলার চিতলমাড়ি উপজেলার নাসির বিশ্বাসের ছেলে মোঃ শাহীন বিশ্বাস (২৬)। এ ঘটনায় গ্রামীন ফোন কর্তৃপক্ষ বুড়িচং থানায় মামলা দায়ের করেন।
এদিকে এস আই মাইন উদ্দিন ওই রাতে পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ উপজেলার শাহদিলাবাগ এলাকার মোঃ ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ কামরুল ইসলাম (৪০) কে আটক করে। পুলিশ আটককৃত আসামীদের কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।