সদর দক্ষিণে চোর ধরাকে কেন্দ্র করে গ্রামবাসির উপর হামলা

মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামে চুরির ঘটনাকে কেন্দ্র করে সালমানপুর গ্রামের চোরের বাহিনী কর্তৃক হামলায় ৩ জন আহত হয়েছে। হামলার ঘটনার পর দুই গ্রামের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়,জেলার সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের সানন্দা মৈশান বাড়ির ওমর ফারুকের বাড়িতে পার্শ্ববর্তী সালমানপুর গ্রামের শাকিল চুরি করতে এসে জনতার হাতে ধরা পরে। চোরকে আটকে রেখে বিষয়টি চোরের পরিবারকে জানানো হলে সালমানপুর গ্রামের সর্দার হারুন মিয়া ও আক্তার হোসেন ২৫ মে সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার কথা বলে শাকিলকে ছাড়িয়ে নেয়। চোর ধরায় সালমানপুর বাসি ক্ষিপ্ত হয়ে ওই গ্রামের স্বপনের ছেলে রোবেল ,জুয়েল ও মফিজের ছেলে সুজনের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি বাহিনী রাতের অন্ধকারে সানন্দা গ্রামে হামলা চালিয়ে আব্দুল মন্নান (৬০) ,জামাল ও ইমরানকে কুপিয়ে আহত করে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সানন্দা গ্রামের ওমর ফারুক বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-মোঃ পলাশ,শাকিল,তানভীর,সৈকত,সুজন,রাকিব ও সোহাগ।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাহিদ আহমেদ জানান,আসামীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো পড়ুন