মনোহরগঞ্জে তথ্য অধিকার নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
আকবর হোসেনঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষজ্ঞ প্রশিক্ষক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) মোঃ ফরহাদ হোসেন।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আক্তার, কৃষি অফিসার জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমাজসেবা অফিসার তাজুল ইসলাম মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ইঞ্জিনিয়ার আল আমিন, নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খাঁন, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শেখ কামাল, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেতারা আক্তারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইউপি সচিব ও সাংবাদিকবৃন্দ।