এইচ.এস.সি পরীক্ষায় হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সাফল্যের ধারা অব্যাহত
সদর দক্ষিণ প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় এ বছরও কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার ঐতিহ্যবাহী হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলের ধারা অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। পাশের হার ৯৩.৩৩%।
শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রম,গভর্ণি বডি ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানায় অধ্যক্ষ। প্রতিষ্ঠানটির গভর্ণি বডি সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া ও কো-অপ সদস্য শফিকুল আলম কলেজের এইচ.এস.সি পরীক্ষার সাফল্যের জন্য কর্মরত সকল শিক্ষক ও পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জে.এস.সি, এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় ফলাফল আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সফলতার ধারা অব্যাহত রাখতে পাঠদান পদ্ধতি সাপ্তাহিক,মাসিক,সেমিস্টার পরীক্ষা,শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষন আরো গতিশীল ও জোরদার করা হবে বলে শিক্ষার্থী এবং গভর্ণি বডিকে আশ্বস্ত করেন অধ্যক্ষ মীর আবু তাহের। উল্লেখ্য: হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।