কুমিল্লায় সালিশে আবারো প্রবাসীর স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন (ভিডিও)
মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লার লালমাই উপজেলার মনোহরপুর গ্রামের সামাজিক সালিশ দরবারে গ্রামের মাতব্বর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে কাতার প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী শিরিন আক্তারের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে মাতব্বর শ্রেণীর লোকজন। প্রবাসীর স্ত্রীর উপর গ্রাম্য মাতব্বরদের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় উঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মান্নান মাষ্টারের ছেলে জাকারিয়া ও তার স্ত্রী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে মারধর করে। মারধরের ঘটনার শিরিন আক্তার আইনি ব্যবস্থা নিতে চাইলেও গ্রাম্য মাতবররা তাকে বাঁধা দেয়। সম্প্রতি সামাজিক সালিশে বিষয়টি ভিন্ন খ্যাতে প্রবাহিত করার জন্য প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে মন্নান মাষ্টারের বখাটে ছেলে কিবরিয়ার পরকিয়া প্রেমের অভিযোগ এনে শিরিনের উপর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় সেলিসসহ ওই গ্রামের মাতব্বররা । মঙ্গলবার রাতে প্রবাসীর স্ত্রীর উপর গ্রাম্য মাতব্বরদের চালানো নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে সর্বত্র আন্দোলনের ঝড় উঠে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.ইয়াসির আরাফাত বলেন, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ কে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।