তিতাসে বলাকার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ
মোঃ জুয়েল রানাঃ কুমিল্লার তিতাসে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরন করা হয়েছে। আজ (১৬ই অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টায় বেসিক এইড ফর লোকাল অ্যাকশন কিং এসোসিয়েশান (বলাকা) এর উদ্যোগে তাদের নিজ কর্যালয় আসমানিয়া বাজারে তিতাস ও দাউদকান্দি উপজেলার ১৪ জন প্রতিবন্ধীদেরকে ১টি করে ছাগল প্রদান করা হয়।
বলাকা নির্বাহী পরিচালক মোহাম্মদ আালউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ্উদ্দিন আহম্মেদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাসান আহম্মেদ কামরুল।
গীতিকার এম.এ.ছালাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বলাকা প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম খোকা, ইউপি সদস্য জুলফিকার, মহিলা ইউপি সদস্য রুবিনা আক্তার, আসমানিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক আলী আসকর, নুর মুহাম্মদ প্রমূখ।