বুড়িচংয়ে সাজ্জাদ হোসেন স্বপনের বিশাল নির্বাচনী শো-ডাউন

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন স্বপন নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোট চেয়ে ২ নভেম্বর শুক্রবার বিকেলে বুড়িচং ও বি-পাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অাড়াই হাজার মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালান।

তিনি শুরুতেই বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার, ছয়গ্রাম বাজার, দক্ষিণ গ্রাম বাজার, শংকুচাইল বাজার, পাঁচওরা, চড়ানল, বি-পাড়া উপজেলার হরিমঙ্গল, শশীদল, মল্লিকার দীঘি, বাগরা বাজার, নাগাইশ, বড়ধূশিয়া, চান্দলা, চারিপাড়া, চান্দলা বাজার, ধানদৌল্য বাজার, ব্রাক্ষণপাড়া উপজেলা সদর, সাহেবাবাদ বাজার, বারেশ্বর চৌমুহনী, পূর্ণমতি বাজার, বিজয়পাড়া, বুড়িচং বাজার, খাড়াতাইয়া বাজার, ভরাসার বাজার সহ আরো বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও প্রচার প্রচারণা করেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো: নুরুল ইসলাম আব্দুল হক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল করিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো: জয়নাল হোসেন শামিম, ঠিকাদার আনোয়ার হোসেন আনু, ফয়েজ আহমেদ মেম্বার, অধ্যক্ষ মাও: মীর ছলিম উল্লাহ সেলিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভুঁইয়া, যুবলীগ নেতা মো: ইস্স্রফিল, সোলেমান, আব্দুস সালাম, ইসতিয়াজ অাহমেদ ইমন,জামশেদ আলম, খোকন ভুইয়া, সাইফুল ইসলাম, জাকির হোসেন, লিটন রেজা,আমজাদ হোসেন, সুলতান আহমেদ মুন্সি, ছাত্রলীগ নেতা কবির হোসেন, আবুল কালাম, সেলিম, কবির হোসেন২, ইমন, ইউছুফ, দিগন্ত সুমন, সুমন-২, আসিফ হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের এবং সাজ্জাদ হোসেন স্বপনের সমর্থকবৃন্দ মোটর শোভা যাত্রায় অংশগ্রহন করেন।

আরো পড়ুন