ধর্মসাগরের পাড় – মোঃ কামাল হোসেন

গিয়েছিলাম,কাল,
কুমিল্লায় ধর্ম সাগর পাড়ে।
উদাসী গোঁধুলি আঁকে ছবি,
পল্লবের উপরে।
থথর কাঁপে মানব উদ্যান,
কুঞ্জ কুঞ্জ রবে।
হেয়ালি পাখিরা উড়ে যায় ঐ,
সাগর জল ছুয়ে ছুয়ে।
নৈরাশ্যবাদীরা গেয়ে যায় সেখানে,
আগামী দিনের গান।
জল ছুয়ে মাখে সারা গায়ে,
মুছে দিয়ে যায় যতো ম্লান।
শোভিত পাড়ে নূপুর পায়ে,
উদ্যমী কিশোরী।
সূর্য ঝলকে হেরে যায়,
ঐ শুল্কাদ্বাদনী।
হতোদ্যম যারা এসো একবার,
ধর্মসাগরের পাড়ে।
অমৃতলোক পেতে যাও যদি,
এসো ব্রতচারী হয়ে।

আরো পড়ুন