লাকসামে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুস সালামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, স্বর্ণালংকার লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই নেতার স্ত্রী, ভাই, মেয়েসহ ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টায় উপজেলার আজগরা ইউপির চরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

এলাকাবাসী জানান, ওইদিন রাতে একদল অপরিচিত হেলমেট পরা যুবক প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল ও ৪টি পিকাপ নিয়ে এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে ঘন্টাব্যাপী হামলা চালিয়ে সালামের বসত বাড়িসহ ঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর, স্বর্ণালংকার, নগদ টাকা লুটপাট কওে নিয়ে যায়। এসময় ঘরে থাকা বিএনপি নেতা সালামের স্ত্রী কুলসুম, ভাই সাবেক মেম্বার আবুল হাশেম, বোন রৌশনারা, মেয়ে সালমা আক্তার রিয়া, ভাগিনা রিপন, পাশের বাড়ির আলমগীর ও নেজাম উদ্দিনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে খাবার ঘরে থাকা ধানের গোলায় আগুণ ধরিয়ে দেয়। হামলাকারীরা ঘরে থাকা ১৫ভরি স্বংালংকার, ছেলের বিদেশ গমনের নগদ পাঁচ লাখ টাকা, সম্পত্তির দলিলাদিসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন করে।

ঘটনার খবর পেয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি।

বিএনপি নেতা সালামের মেয়ে রিয়া বলেন, হামলার সময় হেলমেট পরা প্রায় শতাধিক যুবক আব্বু বিএনপি কেন করে বলে হামলা চালান। আমরা বাঁধা দিতে গেলে আমাকে এবং ঘরে থাকা সবাইকে ব্যাপক মারধর করে। আর আওয়ামীলীগে যোগ না দিলে আমার বাবাকে ওরা মেরে পেলবে বলেও হুমকি দেয়।

এ ঘটনা ক্ষতমাসীন দল করেছে হামলায় ক্ষতিগ্রস্থ বিএনপি নেতার আবদুস সালাম অভিযোগ করে।

লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন