কুমিল্লার ১২ প্রার্থী স্নাতকোত্তর
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার ১১টি আসনে উল্লেখযোগ্য ২৫ জন প্রার্থীর মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ১২ জনের। ১০ জন স্নাতক ও তিনজন এইচএসসি পাস করেছেন। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া যায়। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এমপির শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স। এ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন পিএইচডি করেছেন। কুমিল্লা (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী এমকম পাস করেছেন। জাতীয় পার্টির প্রার্থী মো. আমির হোসেন এমপি আলিম (এইচএসসি) পাস করেছেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বিকম অনার্স সম্পন্ন করেছেন। বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক এমবিএ করেছেন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি বিবিএ করেছেন। অপরদিকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মতিন খসরু এমপি এলএলবি পাস করেছেন। এ আসনের বিএনপি প্রার্থী শওকত মাহমুদ স্নাতক (সম্মান) পাস করেছেন। কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন এলাকা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি স্নাতক পাস করেছেন। এ আসনের বিএনপি প্রার্থী আমিন-উর রশিদ ইয়াছিন এইচএসসি পাস করেছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এমএ পাস করেছেন। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ এলএলএম পাস করেছেন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাছিমুল আলম চৌধুরী এইচএসসি পাস করেছেন। এ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট করেছেন। এ আসনের জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম মিলন এমপি এমএসসি পাস করেছেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম এমপি এমবিএ করেছেন। এ আসনের বিএনপির প্রার্থী এম আনোয়ার-উল আজিম বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। জাতীয় পার্টির প্রার্থী এ টি এম আলমগীর এমএ পাস করেছেন। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি চার্টার্ড অ্যাকাউনট্যান্সি করেছেন। বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী এমএসসি ও মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এমবিএ করেছেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বিকম পাস। জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমবিবিএস পাস করেছেন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভার্সিটির উপাচার্য ড. তোফায়েল আহমেদ বলেন, এমপি প্রার্থী হতে হলে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তবে মেম্বার অব পার্লামেন্টকে সমাজসেবা ও শিক্ষা এই দুইয়ের সমন্বয় প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা ভালো হলে তিনি ভালো আইন প্রণয়ন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সমাজসেবার মানসিকতা না থাকলে তিনি জনগণের জন্য কাজ করবেন না। এদিকে শিক্ষার বিষয়টি মাথায় রেখে ভোটাররাও নির্বাচনে সিদ্ধান্ত নিতে পারেন।