লোটাস কামাল অর্থমন্ত্রী হওয়ায় কুমিল্লার সর্বত্রই বইছে আনন্দের জোয়ার
সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা -১০ আসনে নির্বাচিত সংসদ সদস্য আ.হ.ম মুস্তফা কামাল এফ সি এ লোটাস কামাল কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী সভায় অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়ায় কুমিল্লা সদর দক্ষিণ,লালমাই ও নাঙ্গলকোট উপজেলার মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। চতুর্থ বারের নির্বাচিত সংসদ সদস্য আ.হ.ম মুস্তফা কামাল এর আগে সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম সংবাদ সম্মেলনে বৃহত্তর সদর দক্ষিণের বাগমারা ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের কৃতি সন্তান আ.হ.ম মুস্তফা কামাল এফ সি এ লোটাস কামাল কে সরকারের নতুন মন্ত্রী সভায় অর্থমন্ত্রীর দায়িত্ব ঘোষণার পর থেকে আওয়ামীলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ দলের সকল অঙ্গ ও সহযোগি সংগঠন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মিষ্টি বিতরণ ও লালমাই উপজেলার বাগমারা বাজারে আনন্দ মিছিল বের করে।
এছাড়াও কুমিল্লা -১০ নির্বাচনী এলাকার সর্বত্রই জন সাধারণের মাঝে চলছে আনন্দের জোয়ার। লোটাস কামাল কে অর্থমন্ত্রী করায় রবিবার সন্ধ্যায় সুয়াগাজী বাজারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল,পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লা হাসু,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম.এ করিম,সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,আ’লীগ নেতা মাষ্টার নজরুল ইসলাম,আব্দুস সালাম চৌধুরী,উপজেলা যুবলীগ সদস্য মমিনুল ইসলাম লিটন,হুমায়ন কবির,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জাফর আহম্মেদ,যুবলীগ নেতা কামাল হক,শাহ আলম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। লোটাস কামালকে অর্থমন্ত্রী করায় লালমাই উপজেলা যুবলীগ নেতা কাউসার মোর্শেদ মজুমদার প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,স্বাধীনতার পর কুমিল্লার উন্নয়নের দাবিদার হচ্ছেন একমাত্র লোটাস কামাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়,ইপিজেড,আইটি পার্ক,লালমাই উপজেলা পরিষদ গঠন সহ সার্বিক উন্নয়নে লোটাস কামাল অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি নতুন সরকারের অর্থমন্ত্রী হওয়ায় কুমিল্লা সহ সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আমার বিশ্বাস।