কুমিল্লায় নির্বাচন থেকে সরলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিশেষ সভায় দলীয় নৌকা প্রতীকের প্রার্থী রেহানা বেগমকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এসময় রেহানা বেগমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান সিদ্দিকুর রহমান আবুল।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম, আওয়ামী লীগ নেতা শিল্পপতি জহিরুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ মার্চ আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী হাজী রোস্তম আলম স্বপনও দলীয় প্রার্থী রেহানা বেগমের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আগামী ৩১ মার্চ এ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত হাফেজ আবদুস সালাম (মোমবাতি), ইসলামী ঐক্য জোট মনোনীত মুফতি শাহজালাল (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী মো. শহিদ উল্লাহ (ঘোড়া), ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. মহাসীন সরকার (তালা) ও মনিরুজ্জামান টিপু (টিয়া পাখি), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছিমা আক্তার রিনা (হাঁস) ও হালিমা বেগম (কলস)।

সূত্রঃ পরিবর্তন

আরো পড়ুন