কুমিল্লায় শ্যামলী পরিবহনের বাসচাপায় নিহত ৩
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন-সজল (২৪), কাজল (২৫) ও শাহিন (২৪)। তাদের তিন জনের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ বিজয়পুর গ্রামে।
কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।