চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাইভেটকার যাত্রী নিহত
ডেইলিকুমিল্লানিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার যাত্রী দিল মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (০৬ অক্টোবর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।
দিল মোহাম্মদ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- তার স্ত্রী ও প্রাইভেটকার চালক।
স্থানীয়রা জানান, হজ্জ শেষে প্রাইভেটকারে তারা বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় পৌঁছালে পেছন থেকে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ভেতর থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিল মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মীর মোহাম্মদ কাশেম এ বিষয়টি নিশ্চিত করেছেন।