জেল হত্যা দিবস উপলক্ষে বুড়িচংয়ে ছাত্রলীগের র‌্যালী

মোঃ জহিরুল হক বাবুঃ ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় জেলহত্যা দিবস। পচাঁত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।

১৯৭৫ সালের এ দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) এম মুনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার বিকেলে বুড়িচং উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা সদরে র‌্যালী করে। যুবলীগ নেতা রফিকুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমন এর পরিচলায় র‌্যালীটি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূইয়া, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মানিক, তুহিন, মনির ফারুক মেম্বার, সফিকুল ইসলাম, ইকবাল, ফারুক, সোলেমান, হামিদ, জামাল হোসেন, বাবুল মিয়া, শাহ আলম, কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাছান, সহ-সম্পাদক আশিকুর রহমান রাজীব, মোঃ রানা, আসিফ, রাকিব, জহির, রিপন, তোফায়েল, আনোয়ার, বাপ্পি, আলমগীর, কাউসার, আকাশ, রাসেল, সুমন, সাইফুল, বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল প্রমূখ।

আরো পড়ুন