দেবীদ্বারে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুমিল্লার দেবীদ্বার ও মনোহরগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ভিডিও কনফান্সসের মাধ্যমে বুধবার সকাল১১ টায় উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি সমন্বয় করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট জামেরী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মাঈন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) পিন্টু ব্যাপারী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, দেবীদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম, দেবীদ্বার পল্লীবিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহ জাহান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান এড.নাজমা বেগম,জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন