লাকসামে ভয়াবহ আগুনে দোকান-ঘর পুড়ে ছাই: ৮লাখ টাকার ক্ষতি

কুমিল্লার লাকসামে মার্কেটে আগুণ লেগে ৭টি দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে লাকসাম পৌর শহরের উত্তর পশ্চিমগাঁও পেয়ারাপুর সুমাইয়া কমপ্লেক্সে। এ ঘটনায় থানা পুলিশ, মার্কেট পরিচালক ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থ পরিদর্শন করেন।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর রাত প্রায় সাড়ে ৪টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে আগুনে ওই মার্কেটের ৭টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

সুমাইয়া কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব মীর মোঃ সেলিম বলেন, আগুনে মার্কেটের সবগুলো দোকানই পুড়ে গেছে। এতে প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার ধারণা বিদ্যুৎ ক্ষণিকের ভিতরে বহুবার আসা-যাওয়া করায় ওইখান থেকেই আগুণ লাগে।

অগ্নিকান্ডের পরপরই স্থানীয় কাউন্সিলর মোঃ শাহ আলম, সমাজ সেবক মীর মোঃ আবু বাকার, তাজুল ইসলাম খোকন, মাহবুবুর রহমান মানিক, ওয়ার্ড যুবলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন