দাউদকান্দিতে আ.লীগ-বিএনপির পাল্টা-পাল্টি অবস্থান

বাংলানিউজ২৪ঃ বিএনপি চেয়াপরপারসন খালেদা জিয়ার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ-বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় উপজেলা আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে খালেদা জিয়ার আগমনের বিরুদ্ধে মানববন্ধন করছে। একই রাস্তায় বিএনপি নেতাকমীরা খালেদা জিয়াকে স্বাগমত জানাতে ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন।

অবস্থান নেওয়া দুই দলের নেতাকর্মীদের মহাসড়ক ছেড়ে দিতে জেলা পুলিশ মাইকিং করে অনুরোধ করছেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আরো পড়ুন