কুমিল্লায় ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ৪২ জনই কুমিল্লা নগরীর। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪৬ জন।
এদিকে, করোনা জয় করে জেলার চৌদ্দগ্রাম- ১৮, দেবিদ্বার- ৫, মনোহরগঞ্জ- ৩ নতুন করে সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩২৪ জন।
আর জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে এখন পর্যন্ত কুমিল্লায় করোনায় মৃতের সংখ্যা ৫০ জন। আজ নতুন করে মৃত একজন।
শনিবার বিকেল ৬ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা জেলায় ১৩ হাজার ৭৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ০৭৪ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজিটিভ এসেছে ১ হাজার ৮৪৬ জনের।
শনিবার নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন- ৪২, চৌদ্দগ্রাম- ৮, লাকসাম- ২২, বুড়িচং- ৪, আদর্শ সদর- ৬, চান্দিনা- ১, বরুড়া- ৯, দেবিদ্বার-১৬, তিতাস- ২, দাউদকান্দি- ৮, মেঘনা- ১, হোমনা- ৬, ব্রাহ্মণপাড়া- ৭ জন রয়েছেন।