কুমিল্লায় তৃতীয় লিঙ্গের মুন্নিকে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লায় মুন্নি নামে তৃতীয় লিঙ্গের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামে। তার বাবার নাম আবদুল মতিন।
কুমিল্লার এসপি ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা মুন্নিকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতকরা মরদেহ রেল লাইনের পাশে রেখে গেছে।
কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, মুড়াপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিহতের মৃত্যুর কারণ জানা যাবে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ