অস্থিতিশীল পরিস্থিতির জের; কুমিল্লাসহ সারাদেশে বিজিবি মোতায়েন
শুক্রবার (২৬ মার্চ) রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থির জেরে রাজধানীসহ দেশজুড়ে এই বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
বিজিবির পরিচালক অপারেশন লে. কর্ণেল ফয়জুর রহমান জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ চলাকালে হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবাদে কাল শনিবার সারা দেশে বিক্ষোভ এবং পরদিন রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।