চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত-১
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার নোয়াবাজার এলাকায় মাইক্রোবাস দূর্ঘটনায় সজীব দাশ(৩২) নামে এক যুবক নিহত হয়েছে।আহত হয়েছেন আরো ৪ জন।নিহত সাজীব দাশ ফেনী সদরের মাষ্টারপাড়া এলাকার তপন দাশের ছেলে। সে পেশায় একজন মেডিকেল রিপ্রেরেজেন্টেটিভ বলে জানা গেছে।
বুধবার বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনাকবলীত মাইক্রোবাসটি (ঢাকা -মেট্রো – চ- ১৩৩৪২০) চলন্ত অবস্থায় সামনে থাকা একটি লরি কে ধাক্কা দেয়।
খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া আসে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি’।