বঙ্গবন্ধু পারিষদের আয়োজনে দেবিদ্বারে র‌্যালী ও আলোচনা সভা

দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা বঙ্গবন্ধু পারিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রধান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু পারিষদের সদস্য ও মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনি’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ কামরুল হাসান ভুইয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামিলীগের সভানেত্রি শিরিন সুলতানা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভুইয়া, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেবিদ্বার উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তী, দেবিদ্বার উপজেলা ন্যাপ সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সরকার, এলাহাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ.কে.এম জহিরুল আলম সরকার, জাফরগঞ্জ কলেজের ইংরেজী প্রভাষক মোঃ সফিকুল ইসলাম, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান ভুইয়া।

এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানা চৌধুরী, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, এলাহাবাদ ডি জে এস দাখিল মাদরাসার সুপার মোঃ অলিউর রহমান চৌধুরী, বন্ধন কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আবদুল লতিফ, এলাহাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, শাকতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, এলাহাবাদ ইউপি সদস্য মোঃ ফারুক সরকার সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।

আরো পড়ুন