সাবেক আইনমন্ত্রী খসরু’র কবর জিয়ারত এবং ব্রাহ্মণপাড়ায় মাস্ক বিতরণ যুবলীগ নেতা রুমি’র
বাংলাদেশের রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা’র নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিলের আহবানে গতকাল সকাল থেকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে পদপ্রার্থী, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি ব্রাহ্মণপাড়া উপজেলার ৫টি(মাধবপুর, শিদলাই,চান্দলা, দুলালপুর, ব্রাহ্মণপাড়া(সদর) ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সকল শ্রেণী পেশার মানুষজনের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করেন।
এ সময় জনসাধারণের উদ্দেশ্য তিনি বলেন,পৃথিবীর বেশির ভাগ দেশকে করোনা-ভাইরাস যেভাবে বিপন্ন করছে, সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি।তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।তাছাড়া আমাদের এ জনসচেতনতামূলক কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত রাখবেন বলেও তিনি জানিয়েছেন।
এ মাস্ক বিতরণ কার্যক্রমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ দলের অন্যান্যা অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মাস্ক বিতরণের পূর্বে কেন্দ্রীয় যুবলীগ নেতা এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ আবদুল মতিন খসরু’র পারিবারিক কবরস্থানের পাশে কিছু সময় কাটান এবং দোয়া-দরুদ পড়ে তাঁর রুহের মাগফেরাত তথা ক্ষমা প্রার্থনা করে মোনাজাত করেন।