কুমিল্লায় বিপুল পরিমান অস্ত্র, গুলি ও মাদকসহ যুবক আটক

কুমিল্লার কোতয়ালি থানার চান্দপুর এলাকায় রাবের একটি দল অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিয়ার, বিদেশী মদ, স্কাফ সিরাপ ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে।

র‌্যাব জানায়, রোববার গভীর রাতে কোতয়ালি থানার চান্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ খোরশেদ আলম সুমন নামে এক যুবককে আটক করেছে। সে ডুমুরিয়া চান্দপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায়। আটককৃতের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন