চান্দিনায় ছাত্রলীগের আনন্দ র্যালিতে যুবলীগের হামলা
নাজিম উদ্দিন ভূইয়াঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐহিত্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। সারা দেশে আনন্দ র্যালি’র অংশ হিসেবে শনিবার (২৫ নভেম্বর) চান্দিনা উপজেলার নবাবপুর এলাকায় আনন্দ র্যালি বের করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী সদ্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত চান্দিনা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় নবাবপুর এলাকায় র্যালিতে হামলা চালায় যুবলীগ নেতৃবৃন্দ। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন বলেন- ‘বিকাল ৩টায় ২টি পিকাপ ও একটি মাইক্রোবাস যোগে র্যালিটি কাদুটি সড়ক হয়ে নবাবপুর বাজারে প্রবেশের পর নবাবপুর দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে চান্দিনা উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা কামরুল ইসলাম বাকীর নেতৃত্বে ১৫-২০ জন যুবলীগ কর্মী র্যালিতে হামলা চালায়। এসময় গাড়ীর সামনে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একাধিক ব্যানার ছিড়ে ফেলে।’
তিনি আরও বলেন- ‘পরে আমাদের নেতাকর্মীরা গাড়ী থেকে নামলে তারা পালিয়ে যায়।’
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ এর সাবেক আহবায়ক মো. দুলাল হোসেন, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান, মো. শরীফুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদ, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি মো. রবিউল হাসান সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, এস.এ ইমরান, উপজেলা যুবলীগ নেতা গাজী মো. মনিরুল ইসলাম, যুবলীগ নেতা হাসান গাজী, মো. আবু বকর মেম্বার, ছাত্রলীগ নেতা শুভ, তানভীর, এমরান, জাহিদ খন্দকার, আরাফাত, ইমন, আরমান প্রমুখ।
হামলার বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনার সময় আমি পানিপাড়া বাংলা বাজারে যুবলীগের পরিচিতি সভায় যাচ্ছিলাম। পরবর্তীতে জানতে পারি যে, স্থানীয় কিছু ছেলে তাদের গাড়ির সামনে থাকা ব্যানারটি খুলে গাড়িতে দিয়ে দেয়। ছাত্রলীগ নেতারা ওই ব্যানার ছিড়ে আমাদের উপর দোষ চাপায়।
এব্যাপারে চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার রাতে এ প্রতিবেদককে জানান, ‘ছাত্রলীগ নেতারা ওই ঘটনা জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ এখনও পাইনি।’