কর্মবিরতিতে ব্যহত হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ডের কার্যক্রমও
নিজস্ব প্রতিবেদকঃ ২য় দিনের মতো কুমিল্লায়ও পালিত হচ্ছে বিসিএস সাধারন শিক্ষা সমিতির ডাকা ২দিনের কর্মবিরতি কর্মসূচী। কর্মবিরতির শেষ দিনে সরকারি কলেজ সমূহের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কার্যক্রম। বেসরকারি কলেজ থেকে জাতীয়করণের মাধ্যমে চাকরি সরকারি হওয়া শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেয়ার দাবিতে তাদের এই কর্মসূচি। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এই কর্মসূচির কারণে বন্ধ রয়েছে কুমিল্লা ও নোয়াখালী সাংগঠনিক বিভাগের আওতাধীন কলেজ সমুহের একাডেমিক কার্যক্রম।
সোমবার সকাল থেকে কুমিল্লা শিক্ষা বোর্ড চত্ত্বরে অবস্থান নেন বোর্ডে পদায়িত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তারা কর্মবিরতি পালন করেন।
এদিকে বোর্ড কর্মকর্তাদের কর্মবিরতিতে ব্যহত হচ্ছে সেবাগ্রহিতাদের কার্যক্রম।
কুমিল্লা জেলায় প্রায় সাড়ে ৩শতাধিক শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন।
শিক্ষক নেতারা বলেন, নো বিসিএস-নো ক্যাডার। এই নীতি বাস্তবায়ন করতে না পারলে শিক্ষাক্ষেত্রে একটি বিশৃংখলা সৃষ্টি হবে। এই সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।