মুরাদনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মুরাদনগর সংবাদদাতাঃ সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর আওতায় ধামঘর ইউনিয়নের পরমতলা ব্লকে স্থাপিত কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষন শেষে মাঠ দিবস সোমবার বিকালে পরমতলা মধ্যপাড়ায় অনুষ্ঠিত হয়।
সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট অধিদপ্তর খামারবাড়ী ঢাকার অর্থায়নে ও মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা গাজী মো: ইসমাইল, হাজেরা আক্তার। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, রিমা আক্তার। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, হারুনুর রশিদ, মোসলেহ উদ্দিন ভূইয়া, ফজিলতেরনেছা,আবদুর রশিদ, ইব্রাহীম মিয়া, রিনা আক্তার। এছাড়া উক্ত মাঠ দিবসে প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর আওতায় পরমতলা ব্লকে স্থাপিত কৃষক মাঠ স্কুলে নারী পুরুষ সমন্নয়ে ৫০জন কৃষক কৃষাণীকে ৪৫দিন প্রশিক্ষনের মাধ্যমে বিষ মুক্ত সবজি উৎপাদন, সহজ ও সল্প ব্যয়ে গবাদি পশু পালন, সঠিক উপায়ে মাছের চাষ এবং ধান চাষসহ বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে প্রত্যেক কৃষক কৃষাণীদের মাঝে ভাতা ও সনদ পত্র প্রদান করা হয়।