কুমিল্লা সিটির নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত এবং নবনির্বাচিত কাউন্সিলরা শপথ নিয়েছেন।
মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ভারচুয়ালি নব নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ৩৬ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে সরকার প্রধান বলেন, “আমি চাই জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি আপনার কর্তব্য, জনগণের প্রতি আপনার দায়িত্ব এই দায়িত্বটা যথাযথভাবে আপনারা পালন করবেন। যেন মানুষের আস্থা, বিশ্বাসটা আপনাদের ওপর থাকে।
“যে বিশ্বাস নিয়ে আপনার ভোটার আপনাকে ভোট দিয়েছে, সেই বিশ্বাসে যেন কখনো চিড় না ধরে, সে বিশ্বাস যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই বিশ্বাসটাকে ধরে রেখে আরো বিশ্বাস যাতে অর্জন করতে পারেন, সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন।”
১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত জয়ী হন। এই সিটি করপোরেশনে মেয়রের সঙ্গে ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ৯ জন নারী কাউন্সিলর রয়েছেন।