কুমিল্লায় মেডিকেল টেকনোলজিষ্টদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা কান্দিরপাড় পুবালী চত্বরে মেডিকেল টেকনোলজিষ্টদের প্রাইভেট চাকুরির নীতিমালা প্রনয়ণ ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে।

সঠিক ও নির্ভূল ভাবে রোগনির্ণয় এর মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বে-সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মেডিকেল টেকনোলজিষ্ট পদে অদক্ষ, হাতুড়ে ও সনদ বিহীন লোকবল নির্মূল এর দাবীতে এবং বাংলাদেশে একমূখী মেডিকেল টেকনোলজি শিক্ষা বাস্তবায়নের জন্য ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে ৩রা ডিসেম্বর ২০১৪ সালে নির্যাতিত ছাত্র-ছাত্রীদের আত্মত্যাগের বিনিময়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের প্রদানকৃত মাইনরস বাস্তবায়ন এর দাবীতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিএমটিপি) এর যৌথ উদ্যোগে আজ ৩রা ডিসেম্বর দেশব্যাপী মানববন্ধন এর অংশ হিসেবে কুমিল্লা জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জালাল আহাম্মদ,মোঃ রুবেল হোসেন,মোঃ জহিরুর ইসলাম মুন্সী,ইফতেদা মজুমদার ইভাসহ বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কুমিল্লা জেলা শাখার সকল সদস্য ও সাধারণ মেডিকেল টেকনোলজিষ্ট উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে যৌক্তিক দাবীর সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান,কুমিল্লা সরকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টার, ঢাকা আই.এইচ.টি এর সাবেক ভিপি জনাব মোঃ আনোয়ারুল করিম সেনিট্যারী ইনেসপেক্টর শীপের সাধারণ সম্পাদক মোঃ হাবিুর রহমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অতিসত্ত্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার স্বাস্থ্য বান্ধব সরকারের SDG বাস্তবায়নের লক্ষ্যে-
১.অতিদ্রুত বে-সরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল সহ সকল বে-সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স প্রদানের নীতিমালা অনুযায়ী মেডিকেল টেকনোলজিষ্ট ব্যতীত অদক্ষ, হাতুড়ে ও সনদ বিহীন লোকবল অপসারণ করে- মেডিকেল টেকনোলজিষ্টদের প্রাইভেট চাকুরী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
২.স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক অনতিবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড এর কার্যক্রম শুরু করতে হবে।
৩.অবিলম্বে সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মেডিকেল টেকনোলজিষ্টদের শূন্য পদে স্থগিতকৃত নিয়োগ প্রদান করতে হবে।
৪.অবিলম্বে সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে চিকিৎসক ও সেবিকাদের ন্যায় আনুপাতিক হারে মেডিকেল টেকনোলজিষ্টদের নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করতে হবে।

আগামী ৩১/১২/২০১৭ইং তারিখের মধ্যে মেডিকেল টেকনোলজিষ্টদের সকল যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানান, অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন