ঈদের ছুটি বাড়ল একদিন
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ঈদযাত্রার সুবিধার্থে ২০ এপ্রিল নির্বাহী আদেশে এ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ (এপ্রিল) সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ঈদযাত্রা যাতে স্মুথ হয়।
একদিন ছুটি বাড়ায় টানা পাঁচ দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা। যদিও এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার।