নামাজ পড়তে গিয়ে নিখোঁজ শিশু, অবশেষে মিলল অর্ধগলিত লাশ
মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয় আদিল মাহমুদ সোহান (৮) নামে এক শিশু। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ থাকার চার দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় মিলল অর্ধগলিত লাশ। শুক্রবার (১৯ মে) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির অদূরে মাটিচাপা দেয়া অবস্থায় তার লাশ খুঁজে পান স্থানীয়রা।
স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত শিশুর পরিবারের দাবি, রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির মো. আনোয়ার ও ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান আদিল মাহমুদ সোহান। সে গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পর দিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান জানান, শুক্রবার সকালে সোহানের অর্ধগলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।