কাতারে যেন এক টুকরো বাংলাদেশ, ৩০ মিনিটে শেষ করতে হয়েছে আলোচনা

বাংলাদেশি মুসলিম কমিউনিটি কাতারে এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাফসির মাহফিল ২০২৩। এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন ও ইসলামী গবেষক ড. মিজানুর রহমান আল আজহারী।

গতকাল ররিবার (২৯ মে) দোসারি পার্ক, শাহানিয়া, কাতারে এই মাহফিলের আয়োজন করা হয়। খ্যাতিমান এই ইসলামী গবেষক এখানে আলোচনা করেন আল্লাহর পরিচয় এবং সূরা হাশরের শেষ ৩ আয়াতের তাফসির সম্পর্কে।

তবে প্রোগ্রামটিতে উপস্থিতি অনেক বেশী হওয়ায় এবং পার্কিং এরিয়া ফুল হয়ে হাইওয়েতে প্রতিবন্ধকতা তৈরী করায় আয়োজকদের পরামর্শে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আলোচনার ইতি টানতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ড. মিজানুর রহমান আল আজহারী জানিয়েছেন নিজেই।

মাহফিল শেষে দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার শ্রোতা এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই জনপ্রিয় ইসলামি আলোচক।

আরো পড়ুন