‘তামিম খুশি থাকলেই হলো, অন্তত বিশ্বকাপ পর্যন্ত ওকে দরকার ছিল’
তামিম ইকবালের অবসর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তামিমকে বাংলাদেশ দলে দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তামিমের সিদ্ধান্তে বিস্মিত বিসিবি সভাপতিও।
তামিমের অবসর প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি বুঝতে পারছি না সে নিজ থেকে সংবাদ সম্মেলন করে আবার কাঁদছে কেন। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি এরা বাংলাদেশের ক্রিকেটের লিজেন্ডস। তাদেরকে সবাই ফলো করবে। এরা কী উদাহরণ তৈরি করে যাচ্ছে। তামিম নাকি অনেকদিন পরিকল্পনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। ও খুশি থাকলে আমরাও খুশি। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই। অন্ততপক্ষে বিশ্বকাপ পর্যন্ত তামিমকে দরকার ছিল।’
কাউকে না জানিয়ে তামিমের এমন আকস্মিক সিদ্ধান্তে খুশি হন নি বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘চিন্তা করেন, একটা সিরিজ চলছে। তামিমের যদি অবসরের পরিকল্পনা থাকে তাহলে আমাদের সঙ্গে আলাপ করতে সমস্যা কোথায়? আমার সঙ্গে তো রোজই কথা হয়। কাউকে না জানিয়ে এ রকম সিদ্ধান্ত, এমনটা করে ওদের কী লাভ হয়, আমি বুঝি না। আমার মাথায়ই ঢোকে না।’
আফগানিস্তান সিরিজ শেষ করে তামিমকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছিল পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘তামিম অবসরের কথা বলার পর থেকে আমি ওকে পাচ্ছি না। ওর ভাই নাফিসকে মেসেজ দিলাম, দেখো, ও যা-ই করেছে, ইমোশনালি করে ফেলেছে, আফগানিস্তান সিরিজটা অন্তত খেলুক। সিরিজটা শেষ করুক, তারপর আমাদের সঙ্গে বসে আলোচনা করুক। কিন্তু ওদের কোনো সাড়াই নেই।’