কুমিল্লায় চিকিৎসারত বিএনপি’র নেতাকর্মীদের হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ

গত ১৪ই জুলাই নোয়াখালীতে বিএনপি’র পদযাত্রায় যাওয়ার প্রাক্কালে কুমিল্লার লাকসামে মুরাদনগর বিএনপি’র গাড়িবহরে হামলা করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। আহত নেতাকর্মীরা কুমিল্লা আকন্দ হসপিটালে গত এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন। আজ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হঠাৎ আকন্দ হসপিটাল থেকে বিএনপি’র আহত নেতাকর্মীদের বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন মুরাদনগর বিএনপি’র নেতাকর্মীরা।

আহত নেতাকর্মীরা বলেন, আমরা গত ১৪ই জুলাই নোয়াখালী বিএনপি’র পদযাত্রায় যাওয়ার সময় লাকসামে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। আমরা বাঁচার জন্য এক সপ্তাহ ধরে এখানে চিকিৎসা নিচ্ছি। সুস্থ না হওয়ায় বাড়ি ফিরতে পারছি না। অথচ হঠাৎ করে আজকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আমাদেরকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। আমরা কি ঠিকমতো চিকিৎসাও নিতে পারবো না? এটা তো আমার নাগরিক অধিকার। তারা আমার নাগরিক অধিকারে বাধা দেবে কেন?

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমার নেতাকর্মীদেরকে নোয়াখালী যাওয়ার পথে লাকসামে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে এলোপাতাড়ি পিটিয়ে, কুপিয়ে জখম করে। আমাদের নেতা কায়কোবাদ সাহেবের নির্দেশে কুমিল্লা আকন্দ হসপিটালে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। আমার একটা রোগীও সুস্থ হয়নি অথচ আজকে প্রশাসনের লোকজন নাকি তাদেরকে ভয় দেখিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়েছে।

আরো পড়ুন