যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার যুবক নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ৪২ বছর বয়সী আবুল হাশিমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে।

গত রবিবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন এভিনিউতে একটি গ্যাসস্টেশনে গুলিতে মারা যান ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামের আরেক বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ জানায়, কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড ও ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন হাশিম। ঘটনার দিন ডাকাতির উদ্দেশে দোকানে ঢুকে দুর্বৃত্তরা হাশিমকে গুলি করে হত্যা করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় মেঝেতে হাশিমের নিথর দেহ পড়ে আছে। এ ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঘাতক সন্দেহে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

আবুল হাশিম ছয় বছরের এক ছেলে, দুই বছরের এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে অ্যারিজোনা শহরে বসবাস করছিলেন। হাশিমের সাত ভাই-বোনের মধ্যে এক ভাই দেশে বসবাস করেন।

বাবা-মাসহ অন্যরা যুক্তরাষ্ট্রের একই শহরে বাস করেন।

এলাকাবাসীর ক্ষোভ

এদিকে হাশিমের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলাবাসী।

দেশটির অ্যারিজোনা শহরে বসবাসরত প্রবাসী মাহাবুব রেজা রহিম সাংবাদিকদের জানান, বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুরের সুভাস দাস বলেন, আবুল হাশিমদের পরিবারটি সম্ভ্রান্ত। তাঁরা বাবা-মাসহ আমেরিকায় থাকেন। হাশিমকে হত্যার খবরে এলাকার মানুষ মর্মাহত।

সবাই এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বাকশীমূল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এস এম জাহের হত্যাকারীর বিচার দাবি করেছেন।

আরো পড়ুন