নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, যা জানাল বিটিআরসি

রাজধানীর নয়াপল্টনে নিজ কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। দলটির নেতাকর্মীদের অভিযোগ, নয়াপল্টন ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ করা হচ্ছে।

ইন্টারনেট সেবা বন্ধের ব্যাপারে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মো. নুরুল হাফিজ। তিনি জানান, ইন্টারনেট সেবা বন্ধে বিটিআরসির কোন নির্দেশনা নেই। একটি জায়গায় লাখো মানুষের জমায়েত হলে স্বাভাবিকভাবেই ইন্টারনেটের ধীরগতি দেখা যায়। এছাড়া এসএসসির ফলাফল প্রকাশের পর ইন্টারনেটের উপরও চাপ রয়েছে। ইন্টারনেট সেবা বন্ধে বিটিআরসির কোন অফিসিয়াল নির্দেশনা নেই।

তবে, পল্টন এলাকা থেকে অনেকেই জানিয়েছেন, তারা মোবাইলে লাইভ করতে পারছেন না। অনেক সংবাদ কর্মী সমাবেশ এলাকার বাইরে এসে ফুটেজ/ছবি অফিসে পাঠাচ্ছেন।

আরো পড়ুন