সরে দাঁড়াল আ.লীগ, তবে বিএনপি এখনও অনড়
রাজধানীতে আজ ফের পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এরপর আওয়ামী লীগও একই স্থানে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।
তবে কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমন অবস্থায় আওয়ামী লীগ কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বিএনপি এখনও অনড়। শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।
আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার হলেও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে এখনও সিদ্ধান্ত জানা যায়নি।
অপরদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান কর্মসূচি থেকে এখনও সরে দাঁড়ায়নি বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল। বিভিন্ন দলের মুখপাত্ররা বলছেন, বিএনপি যদি মাঠে থাকার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে সব দলই বিএনপির সঙ্গে থাকবে। তবে, কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে বিএনপি ও তাদের সঙ্গীদের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য আসেনি। এ অবস্থায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, কাউকে ঢাকার প্রবেশপথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।