এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ
নানান নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এতে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৫ ক্রিকেটার। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে দুই ক্রিকেটারকে রাখা হয়েছে। এতদিন অধিনায়ক সংক্রান্ত সমস্যা থাকায় দল ঘোষণাতে বিলম্ব হয় বিসিবির।
শুক্রবার (১১ আগস্ট) সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এর আগে প্রথম দল হিসেবে গত ৯ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করে আয়োজক পাকিস্তান।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কার বসতে যাচ্ছে এবারের আসর। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। এটি এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে ফরম্যাটে এবারের আসরটি হচ্ছে ১৪তম।
এশিয়া কাপের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।