এক দিনে ছাত্রলীগের ২৯ নেতার স্বেচ্ছায় অব্যাহতি
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আওতাধীন লালবাগ থানার ২৯ জন নেতা স্বেচ্ছায় অব্যাহতিপত্র দিয়েছেন। রবিবার (৩০ আগস্ট) তারা এই পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (২৯ আগস্ট) পদত্যাগের ঘটনার সত্যতা স্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগের উপদফতর সম্পাদক বারেক হোসাইন আপন সংবাদমাধ্যমকে বলেন, লালবাগ থানা ছাত্রলীগের ২৯ জন নেতার পদত্যাগপত্র পেয়েছি, এটা জুলাইয়ের ঘটনা। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি জানেন। আগস্ট মাসের পর ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে জানুয়ারি মাসে সম্মেলন ছাড়াই লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি পদে শাহ আলম সুমন ও সাধারণ সম্পাদক পদে সুজন আহমেদ ফয়সালসহ ১২ সদস্যের কমিটি প্রদান করা হয়। সেই কমিটি পূর্ণাঙ্গ করা হয় ওই বছরের ডিসেম্বরে। গত ২৫ জুলাই কমিটির সভাপতি সুমনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পদ থেকে অব্যাহতি দেয় মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
এরপর অভিযোগ ওঠে, গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটিয়ে চকবাজার থানার সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্র দাসকে লালবাগ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে লালবাগ থানা ছাত্রলীগের ২৯ জন নেতা গত ২৭ জুলাই পদত্যাগ করেন বলে জানা একাধিক সূত্র জানিয়েছে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে।
এ বিষয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু সংবাদমাধ্যমকে বলেন, লালবাগ থানা ছাত্রলীগের ২৯ জন নেতার পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। গত আট মাসে লালবাগ থানা নিষ্ক্রিয় থাকায় সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে অব্যাহতি দেওয়ায় গঠনতন্ত্রের ব্যত্যয় হয়নি। এখন কেউ যদি নিষ্ক্রিয় থাকে, পদত্যাগ করলে কি আসে-যায়!
জানা গেছে, গত ২৭ জুলাই পদত্যাগপত্র কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দিয়েছেন লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি অনুভব আহমেদ, রাকিব খান, জাকির হোসেন, আশরাফ মিয়া, দীপু চন্দ্র দাস, জোনায়েদ রহমান সীমান্ত, ফারদিন হোসেন রিফাত, মো. শুভ, মো. সুজন, যুগ্মসাধারণ সম্পাদক সামির হোসেন, কামরুজ্জামান শুভ, সাংগঠনিক সম্পাদক আরমান সাদিক, গোলাম মোরশেদ লামীম, রিফাত আহমেদ শুভ, মহিউদ্দিন রাফি, মো. নিলয়, আরশ হোসেন শাকিল, তথ্য ও গবেষণা সম্পাদক শিহাব উদ্দীন রা-আদ, সমাজসেবা সম্পাদক সামিউল সাদী, ধর্ম সম্পাদক মাহবুব হোসেন রিফাত, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. সামির, প্রচার সম্পাদক আফতাব আলম আবির, উপবিজ্ঞান সম্পাদক নিবিড় আহমেদ মাসুম, উপক্রীড়া সম্পাদক ওরনয় আহমেদ রনি, উপদফতর সম্পাদক ফারদিন আরিয়ান, উপসংস্কৃতি সম্পাদক ফাহিম রহমান রুদ্র, সহসম্পাদক আমীর হামজা প্রমুখ।