রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কুমিল্লার প্রবাসী জসিম
রাজধানীতে অচেতন অবস্থায় পড়ে থাকা এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, ওই প্রবাসীর নাম জসিম উদ্দিন (৫৬)। তার সঙ্গে পাসপোর্ট ও ৩০০ টাকা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
তিনি জানান, তার পাসপোর্ট ও ভিসা থেকে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পর তিনি আজ আবার ওমান যাচ্ছিলেন। আজই তার বিমানের ফ্লাইট।
ধারণা করা হচ্ছে, ঢাকায় আসার পথে গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র খোয়া গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।