আমরা বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলাম: রোহিত
চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে আজ ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৬৬ রানের লক্ষ্যে যে ভারত পৌঁছাতে পারল না, এর পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের বোলারদেরই। ইনিংসের শুরুতে আগুনঝরা এক স্পেলে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন তানজিম সাকিব, নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ভারতকে স্বস্তিতে থাকতে দেননি সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও মেহেদী হাসান মিরাজরা।
এদিকে রোহিত শর্মা নিজেও বোঝেন সেটা। বাংলাদেশের বোলাররা আজ যে দাপট দেখালেন, তার শুরুটা যে রোহিতের উইকেট দিয়েই হয়েছে! বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসাতে রোহিত তাই কৃপণতা করেননি, ‘বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয়। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, শেষমেশ আমরা যে ওভাবে খেলতে পারিনি, সেটা ওদের জন্যই।’
তবে একইসঙ্গে রোহিত শুনিয়ে দিয়েছেন আজ ভারত একাদশে বেশ কিছু মূল খেলোয়াড়ের অনুপস্থিতির বিষয়টাও, ‘আমরা বেঞ্চে থাকা খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে চেয়েছি। যেসব খেলোয়াড়েরা বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। তবে তাই বলে আমরা যে আমাদের খেলার ধরণ আজকের জন্য বদলাতে চেয়েছি, তা নয়। অক্ষর দুর্দান্ত ব্যাটিং করেছে, নিজের মানসিকতা কত শক্ত সেটা দেখিয়েছে। কিন্তু কাজ শেষ করে আসতে পারেনি। গিলের সেঞ্চুরিটাও দুর্দান্ত ছিল। ও খুব ভালোভাবেই বোঝে দল ওর কাছ থেকে কী চায়, ওর নিজের কীভাবে খেলা উচিৎ।’