শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম-লিটন
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে কিউই স্পিনার সোধির ঘূর্নিতে ১৬৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ৮৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে রয়েছে ব্লাক ক্যাপসরা। এদিকে শেষ ওয়ানডে তামিম-লিটনকে বিশ্রামে দিয়েছে বিসিবি।
এদিকে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দেশে ফিরেই পুনর্বাসনে লেগে পড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি।
অধিনায়ক হিসেবে দলে ফিরতে যাচ্ছেন শান্ত। বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে লিটন দাসকে। তাই প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শান্ত। রোববার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপকে সামনে রেখে মুশফিকুর রহিমকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়া হলেও তৃতীয় ওয়ানডেতে দলে ফিরছেন তিনি। এছাড়াও দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা তামিম ইকবালকে বিশ্রাম দেয়া হয়েছে এই ম্যাচে। তবে মাহমুদউল্লাহ রিয়াদ দলের সঙ্গে থাকছেন তৃতীয় ম্যাচেও ।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: শেষ ওয়ানডের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।