আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তে দেয়া হলো না ফিলিস্তিনিদের
এবার টানা দ্বিতীয় সপ্তাহের মতো পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারলেন না হাজারও ফিলিস্তিনি। শুক্রবার (২০ অক্টোবর) মুসল্লিদের মসজিদে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সীমিত সংখ্যক ফিলিস্তিনিকে মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়।
অন্যরা বাধ্য হয়ে আল আকসার আশপাশের রাস্তায়, ফাঁকা মাঠে যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই জুমার নামাজ আদায় করেছেন। বিক্ষোভ-প্রতিবাদ আর সংঘাতের আশঙ্কায় এদিন সকাল থেকেই আল আকসা এবং এর আশেপাশে কড়া নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি বাহিনী।
বিভিন্ন স্থানে ব্যারিকেডও দেয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা সদস্য। পথে পথে মুসল্লিদের তল্লাশি করে। ৫০ বছরের কম বয়সী কাউকে আল আকসার কাছে ভিড়তে দেয়া হয়নি। গত শুক্রবারও ইসরায়েলি বাহিনীর বাধায় পবিত্র এ মসজিদে জুমা পড়তে পারেননি ফিলিস্তিনিরা।