আওয়ামী লীগের সমাবেশ মঞ্চ তৈরি বন্ধ করল পুলিশ

পুলিশের অনুমতি পাওয়ার আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মঞ্চ তৈরি বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে মঞ্চের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেখানে গিয়ে গুলিস্তান থানার আউটবক্সের ইনচার্জ ওবায়দুর রহমান মঞ্চ তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়ে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে।’

এর আগে, সকাল ৯টা থেকে সেখানে ডেকোরেটরের লোকজন মঞ্চ তৈরির কাজ করছিলেন। এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আমরা পুলিশের অনুমতি চেয়েছি সমাবেশের জন্য। পুলিশ কিছু তথ্য জানতে চেয়েছে এবং আমরা তাদের সেগুলোর উত্তর দিয়েছি। পুলিশ শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে। ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সম্মানে মঞ্চ তৈরির কাজ বন্ধ রেখেছি।

এদিকে বিকেলে সমাবেশের প্রস্তুতির বিষয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মিথ্যা অভিযোগের কারণে পুলিশ আওয়ামী লীগের মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। পুলিশ অনুমতি দিলে পুনরায় মঞ্চ তৈরির কাজ শুরু হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তবে দুপুর ১২টার মধ্যেই মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন