কারাবন্দি মায়ের জামিনের পর ছোট্ট শিশু বললো ‘আলহামদুলিল্লাহ’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতার মামলায় কারাগারে থাকা হাফসা আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৬ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এই আদেশের ফলে শিশু নূরীর মায় হাফসার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মায়ের জামিনের খবর শুনে ৪ বছরের নূরী আলহামদুলিল্লাহ বলে উঠে।
৪ বছরের নূরজাহান নুরী ও ৭ বছরের আকলিমার বাবা হামিদ ভূঁইয়ার পরিবর্তে মা হাফসা আক্তারকে গ্রেফতার করে কারাবন্দি করা হয়। আজ হাফসা আক্তারের জামিন আবেদনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। মায়ের জামিন শুনানিতে আজও আদালতে হাজির হয় দুই শিশু।