সিগারেট না পেয় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে দোকানিসহ আহত ৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিগারেট না পাওয়ায় দোকানিসহ পাঁচ জনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রদল নেতার নাম মারুফ হাসান। তিনি উপজেলার শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে দোকানি জামায়াত নেতা ফুলমিয়া (৩৫), পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০) ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫) এবং পৌর যুব জামায়াতের বায়তুল মালের দায়িত্বে থাকা ফুল মিয়াকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন করে দলবল নিয়ে ফুল মিয়াকে আক্রমণ করতে যান। এ সময় পাশে থাকা বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ছয়জন আহত হন।
গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস মিয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাদানুবাদের এক পর্যায়ে চাকুর আঘাতে পাঁচজন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ছাত্রদলের ওই নেতাকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।