১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন
দীর্ঘ ১৯ বছর পর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছ কুমিল্লায় মহানগর শাখা। আজ বুধবার কান্দিরপাড় টাউন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলনে আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের আমরা স্মরণ করছি। ৭১ এর স্বাধীনতা পর ৫৩ বছরের ও বাংলাদেশ এখনো সঠিক পথে আসেনি। বিগত স্বৈরাচারী বিরোধী দলগুলোকে দমন করা চেষ্টা করেছে। হাসিনা সরকার মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।’
ভারত ইস্যু নিয়ে জামায়াতের এই আমির বলেন, ‘এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত অন্যায়ভাবে আমাদের ত্রিপুরা হাইকমিশনার ভেঙে ফেলছে। আমার এসব অন্যায়র তীব্র নিন্দা জানাই। তারা শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখেন। দীর্ঘ ১৯ বছর পর আগামী শুক্রবার আমাদের কর্মী সম্মেলনে হাজার হাজার কর্মী যোগ দিবেন। আমরা এ সম্মেলনে প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমীর আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।