কুবিতে ৮ম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিকেল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে কুবিতে ৮ম রসায়ন অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ অলিম্পিয়াড উৎসব শুরু হয়। এ অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক ড.এ.কে.এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক ও কুবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি রেজিস্ট্রার মো. মজিবর রহমান মজুমদার।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড.এ.কে.এম রায়হান উদ্দিন বলেন, ‘‘রসায়ন অলিম্পিয়াড দেশে মৌলিক বিজ্ঞান শিক্ষার দিগন্তকে আরও প্রসারিত করবে। বিজ্ঞানের প্রতি ভীতি দূর করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞান অর্জনে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ‘‘সৃষ্টির আদি থেকে এ পর্যন্ত কি ঘটেছে এবং ভবিষ্যতে কি হবে তা জানতে রসায়নের বিকল্প নেই।” তিনি ক্ষুদে শিক্ষার্থীদের রসায়নের প্রতি আকৃষ্ট হয়ে জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখারও আহ্বান জানান।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন। বিজয়ী ২০ জনের হাতে পুরষ্কার তুলে দেন কুবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলে জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উক্ত পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি বুয়েটের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হবে।